তিউনিস: তিউনিসিয়ায় আরব বসন্ত পরবর্তী নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশটির মধ্যাঞ্চলীয় সিদি বৌজিদ এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতা থামাতে শত শত বিক্ষোভকারীকে লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে।
নির্বাচনে বিজয়ী পপুলার লিস্ট পার্টির আসন বাতিলের প্রতিবাদে তারা এই বিক্ষোভ করে।
দেশটির পপুলার লিস্ট পার্টি ছয়টি ইলেকট্টোরাল জেলায় জয়লাভ করে। দেশটির সরকার ওই ফলাফল বাতিল ঘোষণা করে। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে শত শত জনতা সিদি বৌজিদে বিক্ষোভ করে।
দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ জানায়, আর্থিক অনিয়মের কারণে দলটির প্রার্থীদের তালিকা অবৈধ ছিল। লন্ডন ভিত্তিক ব্যবসায়ী হাশেম হামদির নেতৃত্বাধীন পপুলার লিস্ট পার্টি সিদি বৌজিদে কয়েকটি আসনে জয়লাভ করে।
খবরে বলা হয়, বিক্ষোভকারীরা এন্নাহদার প্রধান কার্যালয়ের দরজা এবং জানালা ভেঙে গুড়িয়ে দেয় এবং রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গাস ছোড়ে।
বর্তমানে আরব বিশ্বে যে গণতন্ত্রপন্থী বিক্ষোভ চলছে তার সূচনা এ বছরের প্রথমদিকে এই সিদি বৌজিদ থেকেই। ইসলামিক মর্ডারেট এন্নাহদা পার্টি রোববারের এই নির্বাচনে জয়লাভ করে।
সরকারি ফলাফলে দেখা গেছে, এন্নাহদা ৪১ ভাগ ভোট পেয়েছে। দেশটির ২১৭ আসনের মধ্যে এন্নাহদা ৯০টি আসন পেয়েছে। তিউনিসিয়া ‘প্রত্যেকের জন্য ছিল’ মন্তব্য করে দলটির নেতা রশিদ ঘানুচি জানান, তার সরকার পরিবর্তনের লক্ষ্যে বিপ্লব অব্যাহত রাখবে।
ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলীর বিদায়ের নয়মাস পর দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হল।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১