ওয়াশিংটন: আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমরের সঙ্গে আলোচনা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে কিছু শর্তের প্রেক্ষিতে এই আলোচনা হতে পারে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
বৃহস্পতিবার বিদেশ বিষয়ক কমিটির সঙ্গে এক আলোচনায় হিলারি একথা জানান। আলোচনা সভা থেকে রিপাবলিকান প্রতিনিধি স্টিভ চ্যাবট তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে জিজ্ঞাসা করতে তিনি একথা বলেন।
কয়েকদিন আগে আফগানিস্তান এবং পাকিস্তান সফর শেষ করা হিলারি বলেন, ‘আপনি আপনার বন্ধুদের নিয়ে শান্তি স্থাপন করতে পারবেন না। ’
গত সপ্তাহে হিলারি ক্লিনটন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর অনুরোধের প্রেক্ষিতে পাকিস্তানভিত্তিক হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আলোচনা বন্ধ করে দেয়।
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘ওই আলোচনাগুলো আসলে একপ্রকার কৌশল। আমরা যুদ্ধ চাই এবং একই সময় আলোচনাও চালিয়ে যেতে চাই আমরা। ’
তিনি বলেন, ‘পাকিস্তান সফরকালীন সময়ে পাকিস্তানের কর্তৃপক্ষের কাছে স্পষ্টভাবে বার্তা পৌছে দিয়েছি যে, আমরা জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে। ’
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১