জেনেভা: লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর ঘটনায় তদন্ত দাবি করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার হাই কমিশনারের এক মুখপাত্র বলেন, ‘অনভিজ্ঞ হাতে করা ভিডিও চিত্রে দেখা যায় গাদ্দাফি প্রথমে জীবিত ছিলেন এবং পরবর্তীতে তিনি মারা যান।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্ত সংস্থার মুখপাত্র রুপার্ট কোলভিল জেনেভোয় সাংবাদিকদের বলেন, জাতিসংঘ লিবিয়াতে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে তদন্ত করে দেখছে। গাদ্দাফির মৃত্যু জাতীয় এবং আন্তর্জাতিক তদন্তের দাবি রাখে।
কোলভিল আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি গাদ্দাফির মৃত্যু নিয়ে তদন্ত করার দরকার আছে। তাকে জীবিত ধরার পর কিভাবে হত্যা করা হলো সেবিষয়ে বিশদ আমাদের জানতে হবে। ’
গাদ্দাফির মৃত্যু নিয়ে মোট দুইটি মোবাইল ভিডিও পাওয়া যায়, এর একটিতে তাকে জীবিত দেখা গেছে এবং অন্যটিতে তাতে মৃত অবস্থায় দেখা গেছে। তাকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছিল তা সত্যিই বিরক্তিকর বলেও মন্তব্য করেন কোলভিল।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১