ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বন্যা: রাজধানীকে বাঁচাতে নিয়ন্ত্রণ বাঁধ উন্মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১
থাইল্যান্ডে বন্যা: রাজধানীকে বাঁচাতে নিয়ন্ত্রণ বাঁধ উন্মুক্ত

ব্যাংকক: থাইল্যান্ড কর্তৃপক্ষ রাজধানী ব্যাংককের উত্তরের কয়েকটি জেলার প্রশাসনকে তাদের বন্যা প্রতিরোধ ব্যবস্থাকে দৃঢ় করতে বলেছে।

গত বৃহস্পতিবার রাজধানী ব্যাংককের বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে।

রাজধানীকে বাঁচাতে শহরের নালাগুলো দিয়ে পানি বিপরীত দিকে (ব্যাংককের উত্তর) প্রবাহিত করা হচ্ছে। এ কারণে ওই অঞ্চলের কর্তৃপক্ষকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

ওই এলাকার বাসিন্দাদের ভবনের উঁচু তলায় অবস্থান করতে বলা হয়েছে। তবে জনগনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
 
থাইল্যান্ডে গত কয়েক দশকের মধ্যে এবার ভয়াবহ বন্যায় কবলে পড়েছে। এতে দেশটির কমপক্ষে এক তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়েছে। গত কয়েক দিনে ৩৪০ জন মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

তিন মাস ধরে চলা মৌসুমি ভারী বর্ষণের কারণে থাইল্যান্ডে বন্যার সৃষ্টি হয়েছে। দেশের মধ্য এবং উত্তর অঞ্চলের বন্যা পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ। তবে বন্যার পানি দক্ষিণে সাগরের দিকে প্রবাহিত হওয়ার ফলে রাজধানী ব্যাংককের সবচে খারাপ।
   
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং বালির বস্তা দিয়ে রাজধানীকে রক্ষা করার চেষ্টা করা হলেও নগরীর দক্ষিণের শহরতলী এলাকা এখন পানির নিচে।

সরকার বৃহস্পতিবার বাধ্য হয়ে কিছু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ খুলে দিয়েছে। নগরীর মধ্যাংশকে রক্ষার জন্য কর্তৃপক্ষ বন্যার পানি নগরীর পূর্ব এবং পশ্চিম দিক দিয়ে প্রবাহিত করার পরিকল্পনা গ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।