ইসলামাবাদ: সীমান্তে আফগান জঙ্গিদের স্বর্গ ভেঙ্গে দিতে এবং তালেবানদের শান্তি আলোচনায় বসতে উৎসাহিত করতে পাকিস্তানকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
শুক্রবার রাজধানী ইসলামাবাদের পাক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানির সঙ্গে এক বৈঠকে এই তাগাদা দেন হিলারি।
গত বৃহস্পতিবার পাকিস্তান সফরে আসেন হিলারি। বিশ্লেষকরা মনে করছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, পাকিস্তানের মাটি ব্যবহার করে যেসব জঙ্গি আমেরিকানদের ওপর হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটি আরও কিছু করবে এই প্রতিশ্রুতি হিলারি পেয়েছেন। তবে এই কাজটি কীভাবে করবে তার বিস্তারিত কিছু তারা জানায়নি।
শুক্রবার সারাদিন ব্যস্ত সময় কাটিয়েছেন হিলারি। পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এর আগের দিন তিনি দীর্ঘ চার ঘণ্টা বৈঠক করেছেন। বৈঠকে আফগান যুদ্ধ সমাপ্তির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সিআইএ পরিচালক ডেভিড পেট্রাউস এবং শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল মার্টিন ডেম্পসেসহ হিলারি পাকিস্তানকে জঙ্গি দমনের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তাগাদা দিয়েছেন। তবে এই ক্ষেত্রে ইসলামাবাদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকার নিশ্চয়তা দিয়েছেন মার্কিন এই শীর্ষ কূটনীতিক।
হিনা রাব্বানির সঙ্গে বৈঠকে হিলারি সাংবাদিকদের বলেন, ‘আগামী কয়েক দিন বা সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ দেখতে চায় যুক্তরাষ্ট্র। এটি মাস বা বছরের হিসাবে বললে হবে না। ’
জবাবে শান্তি আলোচনার জন্য একটি সুযোগ দেওয়ার ব্যাপারে পাকিস্তানি নেতারা একমত পোষণ করেন। কিন্তু এ বিষয়ে হিলারি বলেন, ‘ওটি করতে হলে, তার আগে আমাদের কিছু কাজ করতে হবে। ’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগান বাহিনী পূর্ব আফগানিস্তানে হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে। সেই সঙ্গে পাকিস্তানকেও এর সীমান্ত এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে চাপ বাড়াতে নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার বৈঠকে পাক পররাষ্ট্রমন্ত্রী হিনাসহ উভয় পক্ষের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা উপস্থিত ছিলেন। জঙ্গি দমনে আরও বেশি কিছু করার ব্যাপারে উভয় পক্ষই প্রতিশ্রুতি দিয়েছে।
হিনা বাব্বানি বলেন, ‘সীমান্তের দুই দিকেই জঙ্গিদের স্বর্গ রয়েছে। আমরা আরও বেশি সহযোগী হতে পারি এবং আরও ভাল ফল পেতে পারি। ’
তবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আফগান জঙ্গিদের সাহায্য-সমর্থন দিচ্ছে যুক্তেরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করেছেন হিনা।
শুক্রবার সন্ধ্যার পর পাকিস্তানের সুশিল সমাজের নেতাদের সঙ্গে ইসলামাবাদে বৈঠক করার কথা রয়েছে। অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১