ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির মৃত্যুতে হিলারির উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১
গাদ্দাফির মৃত্যুতে হিলারির উচ্ছ্বাস

ঢাকা: কাবুল সফরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার বিকেল।

সিবিএস নিউজে সাক্ষাৎকার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমন সময় সহকারী হাতে ধরিয়ে দিয়ে গেলো তার ব্লাকবেরি ফোনসেটটি।

ফোনের ক্ষুদে বার্তাটি পড়েই আনন্দে লাফিয়ে উঠলেন তিনি। যুক্তরাষ্ট্রের নাজুক অর্থনীতি, বেকার সমস্যা আর এখানে আফগানিস্তানে দশ বছর ধরে যুদ্ধ করে নাজেহাল মার্কিন বাহিনী- এর মধ্যে কি এমন খুশির খবর হিলারিকে এতোটা উৎফুল্ল করল?

তিনি এতোটাই খুশি হয়েছিলেন যে, আনন্দটা সিবিএস নিউজের প্রতিবেদকের সঙ্গে ভাগাভাগি না করে পারলেন না। তখন জানা গেলো- ক্ষুদে বার্তায় গাদ্দাফির মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে।

সিবিএস নিউজ ওই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে। মোবাইলে ক্ষুদে বার্তা পড়েই হিলারি আনন্দে ‘ওয়াও’ বলে ওঠেন।

ওই খবর জানার পর তাকে অত্যন্ত আনন্দিত দেখাচ্ছিল। তিনি এবং সিবিএস প্রতিবেদক দুজনেই হাসছিলেন। তখনকার পরিবেশ ব্যাখ্যা করা যায় রোমান সম্রাট জুলিয়াস সিজারের সেই বিখ্যাত উক্তি দিয়ে: ‘আমরা এলাম, দেখলাম, সে মারা গেলো’।

গাদ্দাফি নিহত হলেন বৃহস্পতিবার আর মঙ্গলবার ত্রিপোলি সফর করেন হিলারি। সেখানে এনটিসি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে তিনি বলেন, তার আশা গাদ্দাফি খুব শিগগির আটক অথবা নিহত হবেন।

কাবুলে সেদিন সিবিএস প্রতিবেদক তার ত্রিপোলি সফরের সঙ্গে গাদ্দাফির নিহত হওয়ার কোনো সংযোগ আছে কি না জানতে চাইলে হিলারি ‘না’ বোধক জবাব দেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।