ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদির হবু বাদশাহ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১
সৌদির হবু বাদশাহ মারা গেছেন

লন্ডন: সৌদি রাজপুত্র এবং সৌদি আরবের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী সুলতান বিন আব্দুল আজিজ আল সৌদ শনিবার যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশটির রাজকীয় আদালত তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

    

তার বয়স হয়েছিল ৮৬। তিনি কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন।

খবরে বলা হয়েছে, প্রিন্স সুলতান জুলাই মাসে চিকিৎসার জন্য নিউইয়র্ক যান এবং সেখানেই তিনি মারা যান।

প্রিন্স সুলতান চার দশক ধরে সৌদি আরবের নিরাপত্তা ও বিমান মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সৌদি আরবের বর্তমান বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের পর তারই বাদশা হওয়ার কথা ছিল।


বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।