বোগোটা: কলম্বিয়ায় সেনাবাহিনীর দুটি গাড়িতে চরমপন্থিদের হামলায় ১০ সরকারি সৈন্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
কলম্বিয়া ও ইকুয়েডরের সীমান্ত প্রদেশ নারিনোতে শুক্রবার সৈন্যরা টহল দেওয়ার সময় সন্দেহভাজন চরমপন্থিরা দুটি বোমার বিস্ফোরণ ঘটালে তারা নিহত হন।
কলম্বিয়া সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বামপন্থি চরমপন্থি সংগঠন ফার্ক এ হামলা চালিয়েছে।
স্থানীয় গভর্নর সংবাদ মাধ্যমকে জানান, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য প্রাদেশিক ও আঞ্চলিক পরিষদের নির্বাচনে নিরাপত্তা বৃদ্ধির জন্য সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছিল।
এদিকে, কলম্বিয়া সেনাবাহিনী প্রধান জেনারেল আলেজান্দ্র নাভাস সংবাদ মাধ্যমকে বলেন, ‘জরুরিভিত্তিতে আরও সৈন্য সেখানে রওয়ানা হয়েছে। ঘটনাস্থলে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। যদিও হামলাকারীরা হামলা চালিয়ে পালাতে শুরু করেছে। ’
খবরে বলা হচ্ছে, আগামী ৩০ অক্টোবর কলম্বিয়ায় গভর্নর, মেয়র ও সিটি কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ধারণা করা হচ্ছে, বামপন্থি বিদ্রোহী সংগঠন রিভুল্যশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) এবং ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) নির্বাচনের আগে এ হামলা চালিয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১