ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার স্বাধীনতা ঘোষণা করা হবে বোরবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১
লিবিয়ার স্বাধীনতা ঘোষণা করা হবে বোরবার

ত্রিপোলি: কয়েক মাসের রক্ষক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে আগামী রোববার স্বাধীনতা ঘোষণা করা হবে লিবিয়ার। লিবিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকার এই স্বাধীনতার ঘোষণা দেবে বলে জানায় এনটিসির এক মুখপাত্র।



মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে প্রথম যে শহর থেকে বিদ্রোহ শুরু হয়েছিল সেই বেনগাজিতেই শনিবার স্বাধীনতা ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু মুখপাত্র আবদেল রহমান বুশিন বলেন, ‘আনুষ্ঠানিকতার কারণে একদিন দেরি করে রোববার স্বাধীনতা ঘোষণা করা হচ্ছে। ’

তবে আবদেল বুশিন এবিষয়ে আর কোনও ব্যাখ্যা দেননি।

লিবিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকার গাদ্দাফির মৃত্যু নিয়ে বেশ প্রশ্নের মুখোমুখি হচ্ছে। কারণ প্রাপ্ত ভিডিও চিত্রে দেখা যায়, গাদ্দাফিকে প্রথমে জীবিত ধরা হয় কিন্তু পরবর্তীতে তিনি কিভাবে নিহত হলেন তা অস্পষ্ট রয়ে গেছে এখনও।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।