ব্রাসেলস: লিবিয়ায় পশ্চিমা সামরকি জোট ন্যাটোর সাত মাসের অভিযান আগামী ৩১ অক্টোবর সমাপ্ত ঘোষণা করা হবে। গত শুক্রবার ন্যাটোর সদরদপ্তর ব্রাসেলসে এই ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার ব্রাসেলসে ২৮টি সদস্যদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ন্যাটো প্রধান অ্যানডারস ফগ রাসমুসেন সাংবাদিকদের বলেন, আমাদের লিবিয়া অভিযান শেষ পর্যায়ে এ ব্যাপারে আমরা একমত হয়েছি। ঐক্যবদ্ধ নিরাপত্তা রক্ষক হিসেবে লিবিয়া অভিযান আগামী ৩১ অক্টোবর শেষ করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। ‘
তবে এর আগে জাতিসংঘ ও লিবিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন রাসমুসেন। লিবিয়াতে ন্যাটো সফল হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি জানান, গাদ্দাফির সর্বশেষ ঘাঁটির পতন এবং তিনি নিহত হওয়ার পর এখন ন্যাটো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বেসামরিক লোকদের প্রতি যেকোনো হুমকিতে তারা সাড়া দেবে।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১