ওয়াশিংটন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদ পেলো পাকিস্তান। দেশটির চিরশত্রু ভারতও সদস্য হয়েছে।
আগামী দুই বছরের জন্য অস্থায়ী সদস্য নির্বাচিত হলো পাকিস্তান।
নিরাপত্তা পরিষদে এবার মরক্কো, গুয়েতেমালা এবং টোগো নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। তবে পূর্ব ইউরোপের দেশগুলোর নির্বাচন এখনো অনুষ্ঠিত হয়নি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তান সদস্য পদ পাওয়া মানে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুটি দেশ এখন একই অবস্থানে জায়গা পেলো। তবে এতে করে বিদ্যমান আঞ্চলিক শত্রুতার অবসান ঘটবে বলে মনে করেন না কূটনীতিকরা।
গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এশিয়া-ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য অনুষ্ঠিত ভোটাভুটিতে ১২৯ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী কিরগিজস্তানকে হারিয়ে দেয় পাকিস্তান।
দুই বছর মেয়াদে সদস্য পদ কাযর্কর হবে ২০১২ সালের ১ জানুয়ারি থেকে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্যের মধ্যে পাঁচ সদস্যকে প্রতি বছর অন্তর নতুন করে নির্বাচিত করা হয়।
ভারতের পাশাপাশি পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদ পাওয়ার প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
শনিবার তিনি বলেন, ‘এতে প্রমাণিত হলো পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েনি। ’
অবশ্য পাকিস্তান নিরাপত্তা পরিষদে এর আগে ছয় বার সদস্য নির্বাচিত হয়েছিল। পাকিস্তানি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৫২-৫৩, ১৯৫৮-৬৯, ১৯৮৩-৮৪, ১৯৯৩-৯৪ এবং ২০০৩-০৪ টার্মে সদস্য ছিলো পাকিস্তান।
ভারত ও পাকিস্তান পরিষদে এর আগে একই সঙ্গে সদস্য ছিল ১৯৬৮, ১৯৭৭ এবং ১৯৮৪ সালে।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১