ওয়াশিংটন: কোরিয়া যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ অনুসন্ধান পুনরায় শুরু করার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র।
সেনাদের দেহাবশেষ অনুসন্ধান গত ছয় মাস ধরে স্থগিত ছিল।
উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের উচ্চাভিলাষ দেখালে তাতে যুক্তরাষ্ট্র তীব্র আপত্তি জানায়। এ নিয়ে দুই দেশে মধ্যে উত্তেজনা শুরু হলে সেনাদের দেহাবশেষ উদ্ধার কাযর্ক্রম বন্ধ হয়ে যায়।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরেই উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরাঞ্চল থেকে অনুসন্ধান শুরু হবে।
১৯৯৬ থেকে ২০০৫ সাল পযর্ন্ত অনুসন্ধানে ২শ’রও বেশি মার্কিন সেনার দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকে গত শুক্রবার জানানো হয়েছে, পিয়ংইয়ংয়ের উত্তরে চারদিকে একশ কিলোমিটার এলাকায় অনুসন্ধান চলবে। ১৯৫০-৫৩ সালে কোরিয়া যুদ্ধে এই এলাকায় দুই হাজারেও বেশি মার্কিন পদাতিক ও মেরিন সেনা নিহত হয়েছে বলে ধারণা করা হয়।
এই অনুসন্ধান কাযর্ক্রম শুরুর সমঝোতা দুই দেশের মধ্যে অন্য কোনো সম্পর্কের কারণে নয় বরং সম্পূর্ণ মানবিক কারণে বলে জানিয়েছে প্রতিরক্ষা দপ্তর।
প্রতিরক্ষা দপ্তর আরও জানিয়েছে, চুক্তিতে এই বিষয়ও সংযুক্ত করা হয়েছে যে, অনুসন্ধান দলের দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করবে উত্তর কোরিয়া।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১