ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় অচিরেই নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১
লিবিয়ায় অচিরেই নির্বাচন

ত্রিপোলি: যুদ্ধ বিধ্বস্ত লিবিয়াতে অচিরেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করছে অন্তর্বর্তী সরকার।



লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদের চেয়ারম্যান মাহমুদ জিবরাইল বলেন, ‘অন্তত আটমাসের মধ্যে লিবিয়াতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ’ জর্ডানে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে বক্তব্যদানকালে তিনি এমন মন্তব্য করেন।

গত বৃহস্পতিবার লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর দেশটির সার্বিক ক্ষমতা এখন এনটিসি’র হাতে। গাদ্দাফির মৃত্যুর পরপরই ন্যাটো ঘোষণা দেয় যে, তারা অক্টোবরে ৩১ তারিখের পর আর লিবিয়াতে অভিযান চালাবে না।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।