লন্ডন: মিডিয়া মুঘল খ্যাত নিউজ করপোরেশনের চেয়ারম্যান রুপার্ট মারডকের বিরুদ্ধে বিক্ষোভ র্যালি করেছে কোম্পানিটির শেয়ার হোল্ডাররা।
যুক্তরাষ্ট্রে গত শুক্রবার কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) মারডকের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন তারা।
বিক্ষুব্ধ শেয়ারহোল্ডাররা নিউজ করপোরেশনের প্রধানের বিরুদ্ধে অবস্থান নিলেও অবশ্য শেষ পর্যন্ত তারা সফল হননি। ব্রিটেনে ফোনে আড়িপাতা কেলেঙ্কারির পুনরাবৃত্তি না ঘটার প্রতিশ্রুতি দিয়ে তিনি স্বপদে টিকে গেছেন। এমনকি তার ক্ষমতা কমানোর দাবিও আদায় করতে পারেননি শেয়ারহোল্ডাররা।
লস এঞ্জেলেসে অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডারা কোম্পানির পরিচালনা পর্ষদের ওপর মারডক এবং তার ছেলেদের ক্ষমতা কমানোর দাবি করেন।
তবে, ৪০ শতাংশ ভোটিং শেয়ার এবং কোম্পানির ৭ শতাংশ শেয়ারের অংশীদার সৌদি যুবরাজের সমর্থনে মারডক আবারও নির্বাচিত হয়েছেন। ১৫ সদস্যের পরিচালনা পর্ষদে মারডকের দুই ছেলে জেমস এবং লাকলান পুননির্বাচিত হয়েছেন।
কোম্পানির চেয়ারম্যান হিসেবে মারডকের ভূমিকা নিয়ন্ত্রণের একটি প্রস্তাবও ভোটে টেকেনি।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১