ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গে ব্রিজ ধসে ১০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১
ভারতের পশ্চিমবঙ্গে ব্রিজ ধসে ১০ জনের প্রাণহানি

দার্জিলিং: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার বিজনবারোতে একটি কাঠের ব্রিজ ভেঙে পড়লে কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও ৭০ জন।



শনিবার রাতের  ঘটনায় আরও অনেক লোক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

সীমান্ত সড়ক সংগঠনের নির্মিত ওই ব্রিজে দাড়িয়ে শতাধিক লোক গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের বক্তব্য শুনছিলেন। এমন সময় এটি ভেঙে পড়ে।

জেলা ম্যাজিস্ট্রেট সৌমিত্র মহান জানান, মোর্চার নেতার ওই স্থানে একটি সভা ডেকেছিলেন।

মোর্চার মুখপাত্র এবং বিধান সভার সদস্য হরকা বাহাদুর ছেত্রী জানান, ব্রিজটি অনেক পুরনো। উপরন্তু সাম্প্রতি ভূমিকম্পে ওটি ক্ষতিগ্রস্ত হয়।

মোর্চার সাধারণ সম্পাদক রোশান গিরি হতাহতের খবর নিশ্চিত করেছেন। আহত অনেকের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।

ছেত্রী জানান, মৃতের সংখ্যা বেড়ে ৫০ থেকে ৬০ জন পর্যন্ত হতে পারে।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ইতোমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশনা নিয়ে ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।