ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাক সীমান্তে ৪৯ কুর্দি বিদ্রোহী হত্যা করেছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১
ইরাক সীমান্তে ৪৯ কুর্দি বিদ্রোহী হত্যা করেছে তুরস্ক

ইস্তাম্বুল: ইরাক সীমান্তে তুরস্কের সেনাবাহিনীর দুই দিনের অভিযানে ৪৯ জন কুর্দি বিদ্রোহী নিহত হয়েছে। শনিবার তুরস্কের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।



তুরস্কের হাক্কারি প্রদেশের কাজান উপত্যকা এলাকায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিদ্রোহীদের পক্ষ থেকে এ ব্যাপারে নিশ্চিত করা হয়নি।

সম্প্রতি ইরাক সীমান্তে তুরস্কের একটি সেনা চৌকিতে কুর্দি পিকেকে বিদ্রোহীদের হামলায় ২৪ জন তুর্কি সেনা নিহত হয়। এর পর গত সপ্তাহে তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান শুরু করে তুরস্ক।

১৯৯০ এর দশকের পর তুর্কি সেনাদের ওপর এটিই ছিল ভয়াবহতম হামলা।

তুরস্কের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবারের অভিযানে ৩০ জনেরও বেশি বিদ্রোহী নিহত হয়েছে।

আঙ্কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১০ হাজার সেনা ওই অভিযানে অংশ নিয়েছে।

গত শুক্রবার বিচ্ছিন্নতাবাদী কুর্দি বিদ্রোহীদের দমন করতে তুরস্ক সরকারকে সহযোগিতার অঙ্গীকার করেছে ইরান।

এদিন কুর্দি জঙ্গিবাদ দুই দেশের সাধারণ সমস্যা বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আলী আকবর সালেহী।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।