ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জীবন বাঁচাতে টাকা ও স্বর্ণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন গাদ্দাফি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১
জীবন বাঁচাতে টাকা ও স্বর্ণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন গাদ্দাফি

ত্রিপোলি: লিবিয়ার প্রয়াত সাবেক স্বৈরশাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফি তার জীবন বাঁচানোর জন্য টাকা ও স্বর্ণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। একজন প্রত্যক্ষদর্শী এই তথ্য জানিয়েছেন।



সিরতে একটি ব্রিগেডের কমান্ডার মাহমুদ মুফতি আলী  (২১) জানান, একজন সেনা তাকে (গাদ্দাফি) নিয়ে যখন ব্যঙ্গবিদ্রুপ করছিলেন, তখনও তিনি একজন বিনয়ী মুসলমানের মতো নিজের জীবন ভিক্ষা চাইছিলেন।

একটি আন্তর্জাতিক গণমাধ্যম মুফতির উদ্ধৃতি দিয়ে জানায়, তাকে ড্রেনের ভেতর থেকে টেনে তোলা হয়। তারপর তাকে ঘিরে ফেলা হয়। তিনি বলেন, তিনি তার নিজের জীবনের বিনিময়ে যে কোন কিছু দিতে রাজি আছেন।

 তিনি বলেন, ‘আমরা যদি তার জীবন ভিক্ষা দিতে রাজি হই, তাহলে তিনি আমাদের স্বর্ণ ও টাকা দিতে রাজি আছেন। ’ মুফতি বলেন, গাদ্দাফির শরীর থেকে রক্ত ঝরছিলো। তিনি ক্রমেই ক্লান্ত হয়ে পড়ছিলেন। তার শরীরের অবস্থা ক্রমেই খারাপের দিকে  যাচ্ছিলো। ব্যাপক প্রহার এবং বেওনটের আঘাতে তার শরীর ক্ষত-বিক্ষত ছিল।

মুফতি বলেন, টাকার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর যখন তাকে নিয়ে বিদ্রুপ করা হচ্ছিল তখন তিনি একজন বিনয়ী মুসলমানের মতো নিজেকে আল্লাহর হাতে সঁপে দেন।  

সংবাদদাদাতারা বলছেন, বিশ্বব্যাপী গোপন অ্যাকাউন্টে গাদ্দাফির ২০০বিলিয়ন ডলারেরও বেশি নগদ অর্থ এবং স্বর্ণ রয়েছে। গণঅভ্যুত্থানের আগে খবর বেরিয়েছিলো যে, গাদ্দাফি তার কিছু সম্পদ জিম্বাবুয়েতে পাচার করেছেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানায়, লিবিয়া থেকে ১৪০টন স্বর্ণ পাচার করা হয়েছে এবং বড় আকারের অর্থ লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে জমা রাখা হয়েছে।

 গত বৃহস্পতিবার লিবিয়ার সাবেক এই স্বৈরশাসক এনটিসি সেনাদের হাতে প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।