কারাকাস: ‘দুই বছরের মধ্যে হুগো শ্যাভেজ ক্যান্সারে মারা যাবেন’ এই গুজবকে নাকচ করে দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এর চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররা।
ডাক্তার সালভাদর নাভারেত্তে নামের একজন ভেনিজুয়েলান ডাক্তার গত সপ্তাহে দাবী করেছিলেন, হুগো শ্যাভেজের শরীরে ক্যান্সার পরিস্থিতির মারাতœক অবনতি ঘটেছে।
হুগো শ্যাভেজের চিকিৎসার দায়িত্বে নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরা বলেছেন, ডাঃ নাভারেত্তের দাবী মিথ্যা এবং তিনি কোন ভাবেই প্রেসিডেন্টের চিকিৎসার সাথে জড়িত ছিলেন না।
মেডিকেল টিমের তিনজন সদস্য কারাকাসের একটি সামরিক হাসপাতালে প্রথমবারের মত এক টেলিভিশন সংবাদ সাক্ষাতকারে উপস্থিত হয়ে প্রেসিডেন্ট শ্যাভেজের শারীরিক অবস্থার উপর এই বক্তব্য উপস্থাপন করেন।
ফিদেল রামিরেজ নামের মেডিকেল টিমের একজন ডাক্তার সাক্ষাতকারে বলেন, ‘প্রেসিডেন্ট শ্যাভেজের চিকিৎসা সুষ্ঠভাবে চলছে এবং সর্বশেষ পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে তার শরীরের বর্তমান অবস্থা সন্তোষজনক। ’
তিনি আরও বলেন, ডাঃ নাভারেত্তে কখনই শ্যাভেজের চিকিৎসক ছিলেন না এবং তার পরিবারের সাথেও তার কোন সম্পর্ক নেই।
তবে মেডিকেল টিমের সদস্যরা পরিষ্কার করে বলেননি যে প্রেসিডেন্ট শ্যাভেজ ঠিক কোন প্রকারের ক্যান্সারে আক্রান্ত।
উল্লেখ্য এর আগে ডাঃ নাভারেত্তে গত সোমবার মেক্সিকোর একটি ম্যাগাজিনকে সাক্ষাতকার দিয়ে বলেছিলেন, তিনি বিগত দশ বছর শ্যাভেজের চিকিৎসায় জড়িত ছিলেন এবং প্রেসিডেন্টের পরিবার ও তার মেডিকেল টিমের সাথে তার ঘনিষ্ঠ সর্ম্পক ছিল।
সাক্ষাতকার প্রকাশিত হওয়ার পর গত শুক্রবার স্থানীয় গণমাধ্যমে পাঠানো একটি খোলা চিঠিতে তিনি দাবি করেন,
তার অফিসে ভেনিজুয়েলার পুলিশ তল্লাশি চালিয়েছে এবং তিনি তার পরিবার সহ ভেনিজুয়েলা ত্যাগ করেছেন।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা,অক্টোবর ২৩,২০১১