ব্রিটিশ রাজপুত্র হ্যারির প্রেমে জুড়ি নেই। এখন তার নতুন রোমান্স চলছে ক্যালিফোর্নিয়ার ককটেল ওয়েট্রেস জেসিকা ডোনাল্ডসনের সঙ্গে।
একটি ফ্লাইং কোর্সে অংশ নিতে হ্যারি এখন যুক্তরাষ্ট্রে।
ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে ড্যাশিং এই সদস্য সপ্তাহ দুয়েক আগে স্যানডিয়াগোর অ্যান্ডেজ হোটেলে দেখা পান জেসিকার। যাকে জেস নামেই সবাই চেনে। ভাবী কেট মিডলটনের সঙ্গে চেহারার ভীষণ মিল দেখেই হয়তো আগ্রহী হন হ্যারি। আগ্রহ প্রকাশের সব ভাষাইতো তার জানা। আর পরিচয় থেকে প্রণয়ে জড়াতে সময় নেননি রাজপুত্র মোটেই। জেসের পক্ষে তো এ এক বিশাল পাওয়া।
নাইট ক্লাবেও চলছে তাদের রোমান্স। হোটেলের আইভি নাইটক্লাবে বেশ ঘনিষ্ট হয়েই দুজনকে দেখা গেছে। সপ্তাহে তাদের দুবার করে ডেটও চলছে। পাপারাজ্জিদের ক্যামেরায় চুম্বনের দৃশ্যও ধরা পড়েছে।
জেসিকার এক বন্ধুর বরাত দিয়ে ব্রিটেনের একটি পত্রিকা জানাচ্ছে, এই মেয়ের এনার্জির কমতি নেই, যখন তখন যেখানে সেখানেই বন্য হয়ে ওঠে । ’
জেসিকার কাজ আইভি ক্লাবে ভিআইপিদের ককটেল সার্ভ করা। দেখতেও যেমন আকর্ষণীয়, কাজেও পারঙ্গম। রাজপুত্র তার প্রেমে মজে যাওয়ার যথেষ্ট কারণই রয়েছে, বললো বন্ধুটি।
অ্যাপাচে হামলার বিশেষ হেলিকপ্টার চালানোর প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর প্রথম সপ্তাহান্তেই জেসের সঙ্গে দেখা হ্যারির। ওই রাতেরই পরের দিকে অ্যান্ডেজ হোটেলে বন্ধুদের সঙ্গে আড্ডায় জেসকে ডেকে পাঠান তিনি। সেই শুরু। পরের দিন জেসিকাকে দেখা গেলো পীঠ-পেটের ডানদিক জোড়া বিশাল স্পোর্টস ট্যাটু নিয়ে হ্যারির সঙ্গে সি-বিচ রেস্টুরেন্টে দুপুরের খাবার খাচ্ছেন।
পরের সপ্তাহান্তে আবার যুগলবন্দি সোলানা বিচের বেলি আপ টেভার্ন লাইভ মিউজিক ভেন্যুতে। সেখানেই তাদের চুম্বনের দৃশ্য বন্দি হয় ক্যামেরায়। টাকিলা ও বিয়ার খেয়ে দুজন গানের তালে তালে নাচছেন। রাত ১টার দিকে তাদের অন্য একটি বারের দিকে যেতে দেখা গেলো।
এসব স্থানে আরো অসংখ্য মেয়ে হ্যারির দৃষ্টি আকর্ষণের জন্য কি না করেছে। কিন্তু হ্যারির চোখ আবদ্ধ ছিলো কেবলই জেসিকায়। তাদের বেশ সাচ্ছন্দই মনে হচ্ছিলো।
জিম্বাবুয়ের সুন্দরী চেলসি ডেভি’র সঙ্গে সম্পর্কের ইতি হওয়ার পর আর্মি ক্যাপ্টেন হ্যারি এতদিন একাই ছিলেন। তারজন্য জেসের সান্নিধ্য আনন্দেরই বৈকি।
বাংলাদেশ সময় ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১