ব্যাটন রগ: ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ববি জিন্দাল দ্বিতীয়বারের মতো লুইজিনিয়ার গভর্নর নির্বাচিত হয়েছেন। বড় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শনিবার তিনি সহজেই এই জয় পান।
৪০ বছর বয়সী এই রিপাবলিকান দলের রাজনীতিক প্রাথমিক ভোটে নয় প্রতিদ্বন্দ্বীকে হারান। প্রথম পর্যায়ে মনোনয়ন পেতে ৫০ ভাগেরও বেশি ভোট পেতে হয়। জিন্দাল মোট ভোটের শতকরা ৬৬ ভাগ পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উত্তর লুইজিয়ানা থেকে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী টারা হলিস ১৮ ভাগ ভোট পেয়েছেন।
বাকি সব প্রার্থীরা ভোটের হিসাবে এক অংক পেরোতে পারেননি।
নির্বাচিত হওয়ার পর ব্যাটন রগের একটি হোটেলে সমর্থকদের উদ্দেশে ববি জিন্দাল বলেন, ‘লুইজিয়ানার সর্বোচ্চ মঙ্গলের জন্য আগামী চার বছর সময়ের প্রত্যেকটা দিন, প্রতি ঘণ্টার সর্বোত্তম ব্যবহার করবো। আমি শুধু আমাদের অতীতের সফলতা নিয়ে সন্তুষ্ট থাকবো না। আমি সময় নষ্ট করার পক্ষে নই। ’
নির্বাচনী প্রচারণার জন্য জিন্দাল ১৫ মিলিয়ন মার্কিন ডলার নগদ অর্থ সংগ্রহ করেছিলেন। ২০০৮ সালে ক্ষমতাসীন হওয়ার পর থেকে তিনি তার গ্রহণযোগ্যতা ধরে রাখতে সক্ষম হন।
জিন্দালই প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গভর্নর। তাকে ভবিষ্যতের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের একজন বলে মনে করে অনেকে।
ববি সম্প্রতি নিজের লেখা একটি বই প্রকাশ করেছেন। নিয়মিত টক শোতে হাজির হচ্ছেন। তবে তিনি ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা নাকচ করে দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১