নয়াদিল্লি: খারাপ আবহাওয়ার কারণে চারজন সেনসদস্যসহ ভারতীয় একটি হেলিকপ্টার পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছে।
পাকিস্তানি বাহিনীর তত্ত্ববধানে ভারতীয় চিতা হেলিকপ্টারটি পাকিস্তানে অবতারন করে।
জম্মু এবং কাশ্মিরের কাছে কারগিল সেক্টরে ওই হেলিকপ্টারটি অবতারন করানো হয়। তবে পাকিস্তানের মাটিতে ভারতীয় হেলিকপ্টারটি কোনো উদ্দেশ্যে নিয়ে অবতারণ করেনি বলে ইতোমধ্যেই জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১