নিউইয়র্ক: ইয়াহু ইনকরপোরেশনের মূল ব্যবসার স্বত্ব কিনতে দুটি ব্যক্তিমালিকানার ইকুইটি ফার্মকে অর্থ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে গুগল। গত শনিবার এই ব্যবসায়ীক বিষয়ের সঙ্গে যুক্ত এমন এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে একটি মার্কিন সাময়িকী এই খবর জানিয়েছে।
ওই সূত্র জানায়, গুগল এবং ওই অংশীদাররা বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা করেছে। তবে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি এবং গুগল সরাসরি এই লেনদেনের সঙ্গে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তবে কোন ইকুইটি ফার্মের সঙ্গে গুগল আলোচনা করেছে তা নিশ্চিত করে জানা যায়নি।
বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মন্তব্য জানতে গুগলের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে সাময়িকীটি জানিয়েছে।
ইয়াহুর ওয়েবসাইটে পণ্যের বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে গুগলের আগ্রহ রয়েছে। অবশ্য ইতোমধ্যে বিষয়টি অনেকেই জানে।
এখন তারা দুটি ইকুইটি কোম্পানির মাধ্যমে ইয়াহু কেনার জন্য অর্থনৈতিক অংশীদার হওয়ার কথা ভাবছে।
গত সেপ্টেম্বরের প্রথম দিকে প্রধান নির্বাহী ক্যারোল বার্জ চাকরিচ্যুত হওয়ার পরই ইয়াহুর সার্বিক কর্মকাণ্ডে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কোম্পানির কৌশলগত নীরিক্ষার জন্য তারা অ্যালেন অ্যান্ড কোম্পানি নামে একটি বিনিয়োগ ব্যাংককে দায়িত্ব দিয়েছে।
এদিকে আবার নতুন প্রধান নিবাহী খোঁজার দায়িত্ব দিয়েছে হেইড্রিক অ্যান্ড স্ট্রাগলস ফার্মকে।
ইয়াহুর গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক শাখা কিনতে অনেক বড় বড় ক্রেতারা আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে ইকুইটি ফার্ম সিলভার লেক পার্টনার, প্রোভিডেন্ট ইকুইটি পার্টনার এবং বেইন ক্যাপিটালের মতো ব্যক্তিমালিকানার কোম্পানি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১