ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাক-মার্কিন যুদ্ধ হলে পাকিস্তানকে সমর্থন দেবে আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১
পাক-মার্কিন যুদ্ধ হলে পাকিস্তানকে সমর্থন দেবে আফগানিস্তান

কাবুল: যদি পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাধে তাহলে পাকিস্তানকে সমর্থন দেবে আফগানিস্তান। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারযাই এক বিবৃতিতে একথা বলেন।



এমন সময়েই তিনি একথা বললেন, যখন মাত্র কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন কাবুল সফরে গিয়েছিলেন।

কার্যত এই যুদ্ধ কল্পিত হলেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নেই কারযাই এই মন্তব্য করেছেন। কারণ যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান পুনর্গঠনে পাকিস্তানের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার কারযাইয়ের।

কারযাই একটি বেসরকারি চ্যানেল জিইও’তে এই বক্তব্য দেন।

কারযাই বলেন, ‘যদি পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে আমরা পাকিস্তানের পক্ষে থাকবো। এমনকি যদি পাকিস্তান আক্রান্ত হয় তাহলেও পাকিস্তানের জনগণের পাশে আফগানিস্তান দাড়াবে। সে আক্রমনকারী যেই হোক। আফগানিস্তান কখনো তার ভাইয়ের সঙ্গে বেইমানী করবে না। ’

যদিও কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তান দুদেশই পাকিস্তানকে জঙ্গীদল হাক্কানি নেটওয়ার্কের মদদদাতা হিসেবে চিহ্নিত করে বক্তব্য দিয়েছিল। এছাড়াও আফগানিস্তান পাকিস্তানকে এড়িয়ে পারস্পরিক শান্তি আলোচনা করতে ভারতে গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।