জম্মু: ভারত নিয়ন্ত্রীত জম্মু-কাশ্মীর রাজ্যের জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কে রোববার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে খাদে পড়ে ৫টি শিশুসহ ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৭ জন।
নাগরোতা পুলিশ স্টেশনের কর্মকর্তা যশ পাল জানান, জম্মু থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে গড়িয়ে একটি বড় গর্তে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। জম্মু থেকে ৪০ কিলোমিটার দূরে নান্দী-ক্যাপ্ট মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
যশ পাল আরও জানান, ঘটনাস্থলেই পাঁচটি শিশু এবং দুজন নারী প্রাণ হারান। আহত ২৭ জনকে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৭ জনের মধ্যে আশঙ্কাজনক।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১