আলজিয়ার্স: বাবা মুয়াম্মার গাদ্দাফি এবং ভাই মুতাসিমের মৃত্যুর ভিডিও দেখে অসুস্থ হয়ে পড়েন আলজেরিয়াতে আশ্রিত গাদ্দাফির মেয়ে আয়িশা।
গত বৃহস্পতিবার বাবা ও ভাই লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) সেনাদের হাতে নিহত হওয়ার সচিত্র সংবাদ দেখে অসুস্থ হয়ে পড়লে আয়িশাকে হাসপাতালে নেওয়া হয়।
আলজেরিয়ার সংবাদ মাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার টেলিভিশনে বাবা-ভাইয়ের মরদেহের ছবি দেখে অসুস্থ হয়ে পড়লে আয়িশাকে হাসপাতালে নেওয়া হয়।
লিবিয়াতে গত ফেব্রুয়ারি বিদ্রোহ শুরু হলে ভাই হান্নিবল ও মোহাম্মদ এবং পরিবারসহ গত ৩০ আগস্ট আলজেরিয়া পালিয়ে যান আয়িশা।
আলজেলিয়া সরকারের ভাষ্যমতে, মানবিক কারণে গাদ্দাফি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে।
গাদ্দাফি গত বৃহস্পতিবার জন্মশহর সিরতেই বিদ্রোহীদের হাতে নিহত হন। বিভিন্ন গণমাধ্যমে যে ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায়, মৃতপ্রায় রক্তাক্ত গাদ্দাফি বিদ্রোহী সেনাদের হাতে ভর করে এলিয়ে পড়েছেন আর চারপাশে সেনারা উল্লাস করছে।
বিদ্রোহীদের হাত থেকে বাঁচতে একটি সুয়ারেজ পাইপের মধ্যে আশ্রয় নিয়েছিলেন গাদ্দাফি। গুলি বিদ্ধ হওয়ার আগে তার শেষ কথা ছিল, ‘গুলি করো না, তোমরা ভুল করছো’।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১