ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি আহত

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের বহনকারী গাড়ির চালক ঘটনাস্থলে মারা যান।

পাঁচলা থানার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.
বিডিকে জানান,  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ৬ নম্বর জাতীয় সড়কে টাটা ইন্ডিগো গাড়িতে হলদিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন ঢাকার বাসিন্দা সামসুজ্জামান (২৮), সাবির, ফারুক ও মেহেরাজ কবির (২১)। হলদিয়ায় একটি জাহাজ প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে যাচ্ছিলেন তারা।

তিনি আরো জানান, পাঁচলার ধামসিয়া মোড়ের কাছে পেছন থেকে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস এসে ধাক্কা দিলে গাড়িটি উলটে যায়।

আহত ৪ জনকে স্থানীয়রা গাববেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে সাবির ও ফারুককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত বলে সামসুজ্জামানকে গাববেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। মেহেরাজ কবিরের অবস্থার অবনতি ঘটলে তাকে কলকাতায় পাঠানো হয়েছে। মৃত গাড়ি চালকের নাম জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।