ইসলামাবাদ: পাকিস্তান কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তারা তালেবানের সঙ্গে আলোচনা শুরুর জন্য প্রস্তুত। তবে এই আলোচনার ফলাফলের ব্যাপারে নিশ্চয়তা দানকারী হতে পারবে না তারা।
পাকিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রোববার দেশটির ইংরেজি দৈনিক ড এ খবর প্রকাশ করেছে।
ওই কর্মকর্তা বলেন, তালেবানের সঙ্গে সংহতি স্থাপনে যুক্তরাষ্ট্রের যে প্রচেষ্ঠা তাতে ব্যর্থ হলে পাকিস্তানকে দোষ দেওয়া যাবে না। কারণ তালেবানকে পাকিস্তান কোনো ভাবে আশ্রয়-প্রশয় দেয় না।
তিনি বলেন, হাক্কানি নেটওয়ার্কের এখানে যোগাযোগ হয়। কিন্তু তারা আমাদের পকেটে নয়।
পাক-মার্কিন দুই পক্ষের মধ্যে শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে এ বার্তা দেন তিনি। ওই বৈঠকে পাকিস্তানকে সীমান্তে জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন হিলারি ক্লিনটন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পাকিস্তান সফরে প্রতিনিধি দলে ছিলেন, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান ডেভিড পেট্টাউস।
গত শুক্রবারের বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার, সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি এবং আইএসআই প্রধান জেনারেল আহমেদ সুজা পাশা।
ওই কর্মকর্তা তালেবানের উদ্দেশে বলেন, তালেবানরা নিজেরাই ঠিক করবে তারা ভালো হয়ে যাবে নাকি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার টেবিলে বসবে।
এগিয়ে যাওয়ার জন্য আলোচনার কোনো বিকল্প নেই এ বিষয়টি দু’পক্ষই অনুধাবন করতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি।
আর বৈঠকে এ ব্যাপারে উভয় পক্ষই একমত পোষণ করেছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১