নয়াদিল্লি: আকাশসীমায় ঢুকে পড়ায় রোববার পাকিস্তানে ভারতের সামরিক হেলিকপ্টারসহ আটক চার সেনা কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ।
আটকের কয়েকঘণ্টা পরেই দুই পক্ষের সমঝোতায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে ভারতীয় সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে।
উভয়পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালকদ্বয়ের বৈঠকে বিষয়টির সমাধা হয়েছে বলে দুই দেশের গণমাধ্যম সূত্রে জানা গেছে।
ভারতের সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, ওই হেলিকপ্টারের পাইলটদের জিজ্ঞাসাবাদ করা হবে। সেই সঙ্গে ওই ঘটনার সঠিক সময় এবং সেসময় হেলিকপ্টারটির অবস্থান জানতে গ্লোবাল পজিশনিং সিস্টেম পরীক্ষা-নীরিক্ষা করা হবে।
উল্লেখ্য রোববার দুপুরের দিকে ভারতের একটি সামরিক হেলিকপ্টার লেহ থেকে ভিমবাত যাওয়ার পথে উধাও হয়ে যায়। পরে জানা যায়, পাকিস্তান বাহিনী সেটি ভূপাতিত করেছে। সেই সঙ্গে হেলিকপ্টারের চার ক্রুকে আটক করা হয়েছে।
দুপুরের দিকে কারগিল সেক্টরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশসীমায় ২০ কিলোমিটার ভেতরে ঢুকে যায় ভারতীয় হেলিকপ্টারটি।
এ ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আতাহার আব্বাস বলেছেন, ‘কপ্টারটি আমাদের আকাশসীমার অনেক গভীরে ঢুকে গিয়েছিল। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। ’
তবে এটি উদ্দেশ্য প্রণোদিত ছিল না বলেই মনে করছেন তারা।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১