বুয়েনস এইরেস: আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ কির্শনার দেশটির জাতীয় নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানের বিজয়ী হয়েছেন। রোববার নির্বাচনের আংশিক ফলাফলে তিনি দেশটির ইতিহাসে এই প্রথম এতো ভোটের ব্যবধানে জয়ী হলেন।
আর্জেন্টিনার গণমাধ্যমগুলো জানিয়েছে, এ পর্যন্ত গণনা করা ৬৪ দশমিক ৪৫ শতাংশ ব্যালটের মধ্যে ক্রিস্টিনা ৫৩ দশমিক ২১ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজতন্ত্রী দলের প্রেসিডেন্ট প্রার্থী হার্মেস বিনার পেয়েছেন মাত্র ১৭ দশমিক ২৮ দশমিক ভোট। আর্জেন্টিনার নির্বাচনের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়।
অন্যান্য প্রার্থীর মধ্যে, রিকার্ডো আলফলসিন ১২ দশমিক ৮ শতাংশ, আলবার্তো রড্রিগেজ সা ৭ দশমিক ৭ শতাংশ, এদুয়ার্দো দুহালদে ৫ দশমিক ৮৬ শতাংশ, কার্লোস আলতামিরা ২ দশমিক ২৭ শতাংশ ও এলিসা কারিও ১ দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছেন।
প্রাথমিক ফলাফল থেকে বোঝা যাচ্ছে, দেশটির পার্লামেন্টের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে বিজয়ী ক্রিস্টিনার দল।
লাতিন আমেরিকার প্রথম নারী হিসেবে ক্রিস্টিনা ফার্নান্দেজ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন। ক্রিস্টিনার স্বামী নেস্তর কির্শনারও দেশটির প্রেসিডেন্ট ছিলেন। গত বছর ২৭ অক্টোবর তিনি হার্ট অ্যাটাকে মারা যান।
ক্রিস্টিনা (৫৮) তার রানিং মেট হিসেবে গিটার শিল্পী দীর্ঘচুলা আমাদো বুদুকে বেছে নিযেছেন।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১১