ইসলামাবাদ: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী বেগম নূসরাত ভুট্টো দীর্ঘ অসুস্থতার পর রোববার দুবাইয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্ট্রোরও মা। বেনজির ভুট্টো চার বয়স আগে ২০০৭ সালে আততায়ীর গুলিতে নিহত হন। নুসরাত ভুট্টো দুইবার পাকিস্তান সংসদের নির্বাচিত সাংসদ ছিলেন।
তার কন্যা দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্ট্রো ১৯৮০ সালে পাকিস্তান পিপলস পার্টির দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি ওই দলের নেতৃত্ব দেন। তার স্বামী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতিষ্ঠাতা ছিলেন। পিপলস পার্টি আজও পাকিস্তানে ক্ষমতাসীন।
জুলফিকার আলী ভুট্টো ১৯৭০ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭৯ সালে নুসরাত ভুট্টোর স্বামী জুলফিকার আলী ভুট্ট্রো ফাঁসিতে প্রাণ হারানোর পর তিনি পিপলস পার্টির নেতৃত্ব দেন। উল্লেখ্য, ১৯৭৯ সালে সামরিক শাসক জেনারেল জিয়াউল হক জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার নির্দেশ দেন।
নুসরাত ভুট্টোর কন্যা বেনজির ভুট্টো পিপলস পার্টির প্রধান ছিলেন এবং দুইবার দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি দেশটির বর্তমান প্রেসিডেন্ট।
পিপলস পার্টির একজন মুখপাত্র জানান, বেগম নুসরাত ভুট্টোকে সিন্ধু প্রদেশে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১১