ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নামেই প্রধানমন্ত্রী মনমোহন: আদভানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১১
নামেই প্রধানমন্ত্রী মনমোহন: আদভানি

ওড়িশা: ভারতীয় প্রধান বিরোধী দল বিজেপির নেতা এল কে আদভানি সোমবার মন্তব্য করেছেন, মনমোহন সিং নামেই প্রধানমন্ত্রী, সব সিদ্ধান্ত নেন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী।

দুর্নীতিবিরোধী ৩৮ দিন ব্যাপী যাত্রায় ওড়িশা রাজ্যে বিরতি নেন আদভানি।

এখানে আয়োজিত এক সমাবেশে তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমালোচনা করে এ মন্তব্য করেন।

গত সপ্তাহেও তিনি মনমোহনকে ‘ভারতের সবচেয়ে দুর্বল প্রধানমন্ত্রী’ বলে আখ্যা দেন। আর আদভানির বক্তব্যের প্রতিউত্তরে মনমোহন আদভানিকে কটুবাক্য ব্যবহার না করার এবং সামলে কথা বলার জন্য বলেন। এছাড়াও মনমোহন তখন আরও বলেন, ‘ভারতের কোনো জাতীয় নেতাকে নিয়ে আদভানির এমন মন্তব্য করা উচিত নয়। ’

তবে আদভানি মনমোহনের বক্তব্যে পিছু হটাতো দুরের কথা উল্টো নিজের বক্তব্যের পক্ষে সাফাই গাচ্ছেন। তিনি বলেন, আমার বক্তব্য যদি আসলেই ভুল প্রমানিত হয় তাহলে কটুকথা বলার জন্য আমি দোষী। ’

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।