ওড়িশা: ভারতীয় প্রধান বিরোধী দল বিজেপির নেতা এল কে আদভানি সোমবার মন্তব্য করেছেন, মনমোহন সিং নামেই প্রধানমন্ত্রী, সব সিদ্ধান্ত নেন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী।
দুর্নীতিবিরোধী ৩৮ দিন ব্যাপী যাত্রায় ওড়িশা রাজ্যে বিরতি নেন আদভানি।
গত সপ্তাহেও তিনি মনমোহনকে ‘ভারতের সবচেয়ে দুর্বল প্রধানমন্ত্রী’ বলে আখ্যা দেন। আর আদভানির বক্তব্যের প্রতিউত্তরে মনমোহন আদভানিকে কটুবাক্য ব্যবহার না করার এবং সামলে কথা বলার জন্য বলেন। এছাড়াও মনমোহন তখন আরও বলেন, ‘ভারতের কোনো জাতীয় নেতাকে নিয়ে আদভানির এমন মন্তব্য করা উচিত নয়। ’
তবে আদভানি মনমোহনের বক্তব্যে পিছু হটাতো দুরের কথা উল্টো নিজের বক্তব্যের পক্ষে সাফাই গাচ্ছেন। তিনি বলেন, আমার বক্তব্য যদি আসলেই ভুল প্রমানিত হয় তাহলে কটুকথা বলার জন্য আমি দোষী। ’
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১১