প্যারিস: ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারাকোজির স্ত্রী কার্লা ব্রুনি কন্যা শিশুকে নিয়ে হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরে গেছেন। এ সময় ব্রনির সঙ্গে ছিল তার দেহরক্ষী।
ব্রুনি রোববার প্যারিসের ওই ক্লিনিক ছেড়ে যান।
কার্লা ব্রুনি গত বুধবার একটি কন্যা সন্তানের জন্ম দেন। প্রেসিডেন্ট নিকোলা সারাকোজি বলেন, ‘তাদের প্রথম কন্যা সন্তান হওয়ায় তিনি এবং স্ত্রী ‘স্বর্গীয় সুখ’ অনুভব করছেন। ’
সারাকোজির আগের ঘরে তিন ছেলে রয়েছে। কার্লা ব্রুনিরও আগের ঘরে একটি ছেলে রয়েছে।
কন্যা সন্তান জন্মের সময় সারাকোজি জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে এক জরুরি বৈঠকে ফ্রাঙ্কফুর্টে ছিলেন। সারাকোজি রোববার সারাদিন ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি শীর্ষ সম্মেলন উপলক্ষে ব্রাসেলসে ছিলেন।
ধারণা করা হচ্ছে, সারাকোজি আগামী ছয়মাসের মধ্যে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেবেন।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ২৪., ২০১১