ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন নাগরিককে মুক্ত করলেন জিমি কার্টার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০
মার্কিন নাগরিককে মুক্ত করলেন জিমি কার্টার

সিউল: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার তার দেশের একজন নাগরিককে মুক্ত করে শুক্রবার উত্তর কোরিয়া ছেড়েছেন। একইসঙ্গে তিনি পিয়ংইয়ং এর কাছ থেকে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করার অঙ্গীকারও আদায় করেছেন।

গত জানুয়ারিতে আফ্রিকান-আমেরিকান আইযালন মাহলি গোমেস অবৈধভাবে উত্তর কোরিয়ার সীমান্ত অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। এ অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়। তাকে নিয়েই নোবেল বিজয়ী জিমি কার্টার কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া ছাড়েন।

একটি বিবৃতিতে কার্টার সেন্টার জানায়, “প্রেসিডেন্ট কার্টারের অনুরোধ ও মানবিক কারণে গোমেসের জন্য সাধারণ মা মঞ্জুর হয়। ”

জানুয়ারিতে আটক গোমেসকে গত এপ্রিলে আট বছরের সশ্রম কারাদণ্ড ও ছয় লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ ক্রাউলি বলেন, “আমরা সাবেক প্রেসিডেন্ট কার্টারের মানবিক উদ্যোগের প্রশংসা করছি এবং গোমেসকে বিশেষ মা করায় ও দেশে ফেরার অনুমতি দেওয়ায় উত্তর কোরিয়াকে স্বাগত জানাচ্ছি। ”

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।