কাবুল: পূর্ব আফগানিস্তানে ন্যাটোর দুটি পৃথক অভিযানে দুইশ জন জঙ্গি নিহত এবং আটক করা হয়েছে। সোমবার ন্যাটোর পক্ষ থেকে এতথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানে নিযুক্ত মিত্র বাহিনীর মুখপাত্র জার্মান বিগ্রেডিয়ার জেনারেল কার্সটেন জ্যাকবসন সাংবাদিকদের বলেন, ‘আফগান নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে ও মিত্র বাহিনীর সহায়তায় এক সপ্তাহ ব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জঙ্গিদের আস্তানা ধ্বংস করে দেওয়া হয়। নিহত এবং আটককৃত জঙ্গিদের মধ্যে আল কায়েদা এবং হাক্কানি নেটওয়ার্ক সমর্থিত তালেবান জঙ্গিরা রয়েছে। ’
জ্যাকবসন আরও বলেন, ‘নিহত জঙ্গিদের মধ্যে বিশ জন হাক্কানি নেটওয়ার্ক মদদপুষ্ট। অভিযান চলাকালে যৌথ বাহিনীর হাতে চারশ কেজি বিস্ফোরক, বিপুল পরিমান অগ্নেয়াস্ত্র, গুলি এবং কম্পিউটার উদ্ধার করা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১১