ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিশিয়া নির্বাচনের ভোট গণনা চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১১
তিউনিশিয়া নির্বাচনের ভোট গণনা চলছে

তিউনিস: আরব বসন্ত পরবর্তী তিউনিশিয়ার নির্বাচনের ভোট গণনা চলছে। বিপ্লব পরবর্তী তিউনিশিয়ায় গত রোববার প্রথমবারের মতো ভোটগ্রহন শুরু হয়।



তিউনিশিয়ার কর্তৃপক্ষের ভাষ্যমতে, ’৯০ শতাংশ তালিক‍াভুক্ত মানুষ ভোট দিয়েছে। ’

মোট ২১৭ টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর নির্বাচিত প্রতিনিধিরাই দেশটির সংবিধান সংশোধনসহ সরকার গঠন করবে।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয় ইউনিয়ন কর্তৃপক্ষ তিউনিশিয়ার শান্তিপূর্ণ নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তিউনিশিয়ার শান্তিপূর্ণ নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘তিউনিশিয়ার জনগণের জন্য এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ’

তিউনিশিয়ার সাবেক প্রেসিডেন্ট বেন আলী দীর্ঘ ২৩ বছর ক্ষমতায় থাকার পর নয় মাস আগে ব্যাপক গণজাগরনের মুখে ক্ষমতা ত্যাগে বাধ্য হন। এসময় তিউনিশিয়ার একজন ফলবিক্রেতা নিজের গায়ে আগুন লাগিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলে পুরো তিউনিশিয়ায় বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। পরবর্তীতে তিউনিশিয়ার এই গণজাগরণের ঢেউ পাশ্বর্বর্তী দেশগুলোতেও পৌঁছায়।

তিউনিশিয়ার নির্বাচন কমিশনার বৌবাকের বেথাবেত বলেন, ‘৪১ লাখ তালিকভুক্ত জনগণের মধ্যে ৯০ শতাংশ মানুষই নির্বাচনে অংশগ্রহন করেছে। তবে ৩১ লাখ অতালিকাভুক্ত মানুষের মধ্যে ঠিক কয় শতাংশ মানুষ ভোট দিয়েছে তা এখনও জানা যায়নি। ’

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।