নয়াদিল্লি: ভারতে আলোচিত দুর্নীতি মামলার নয় আসামির মধ্যে গুরুত্বপূর্ণ দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অপর একজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
সোমবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে, ডিএমকে পার্টির বিধানসভা সদস্য কানিমোঝি, কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী বিএস রেড্ডি উরাপ্পাসহ আরও ছয় আসামিকে।
জামিনে মুক্তি পেয়েছেন সমঝোতা পার্টির সাবেক নেতা অমর সিং।
এই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের দুর্নীতির অভিযোগে আটক করা হয়েছিল। এর মধ্যে, ২০০৮ সালে বিধানসভায় সমর্থন পেতে ভোট কেনার অভিযোগে অমর সিং, টেলিকম কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কানিমোঝি এবং রেড্ডির বিরুদ্ধে জমি সংক্রান্ত দুর্নীতির মামলা রয়েছে।
দিল্লি হাইকোর্ট অমর সিংকে জামিন দিয়েছেন অসুস্থতার জন্য। টেলিকম দুর্নীতির মামলার সাত আসামির বিচারের দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) একটি বিশেষ আদালত এবং আগামী ৩ নভেম্বর পর্যন্ত জামিন বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই আদালত।
এদিকে রেড্ডির জামিন আবেদনের শুনানি ২৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন কর্নাটক আদালত।
সিবিআই কানিমোঝির জামিনের ব্যাপারে কোনো আপত্তি না তুললেও আর কে চান্দোলিয়ার জামিনের বিরোধিতা করেছে। এই চান্দোলিয়া সাবেক টেলিকমমন্ত্রী এ রাজার ব্যক্তিগত সচিব ছিলেন।
কানিমোঝি (৪৩) ডিএমকে প্রধান এম করুণানিধির মেয়ে। টেলিকম দুর্নীতিসহ ১৬টি অভিযোগে তিনি গত ২০ মে থেকে কারাগারে রয়েছে। সাবেক টেলিকমমন্ত্রী এ রাজাও কারাগারে রয়েছেন।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১১