ঢাকা: বিদ্রোহীদের হাতে নিহত লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে মরুভূমির গোপন কবরস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছে দেশটির ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদ-এনটিসি। এ জন্য তার মরদেহ মিসরাতা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
সাদামাটাভাবে আজ মঙ্গলবার তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন এনটিসির এক কর্মকর্তা।
গত বৃহস্পতিবার গাদ্দাফি তার জন্ম শহর সিরতে লিবিয়ার বিদ্রোহী যোদ্ধাদের হাতে ধরা পড়েন ও নিহত হন। পরবর্তী সময়ে গাদ্দাফির মরদেহ মিসরাতার একটি শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটে রাখা হয়। সেখানে আগ্রহী মানুষজনকে গাদ্দাফির লাশ দেখার সুযোগ দেওয়া হয়। কিন্তু তার মরদেহ স্বজনদের হাতে দেওয়া হবে কিনা এ নিয়ে এনটিসি সময় ক্ষেপণ করে।
মরুভূমির গোপন কবরস্থানে গাদ্দাফির মরদেহ সমাহিত করার সিদ্ধান্ত নেওয়ার পর সোমবার থেকে গাদ্দাফির লাশ আর কাউকে দেখতে দেওয়া হয়নি।
এনটিসির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, গাদ্দাফিকে মঙ্গলবার খুব সাদামাটাভাবে মরুভূমির অজ্ঞাত কবরস্থানে সমাহিত করা হবে। এ জন্য তার মরদেহ মিসরাতা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইতোপূর্বে গাদ্দাফির আত্মীয়-স্বজনেরা তার লাশ সমাহিত করার সুযোগ চায়। কিন্তু এনটিসি কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি সাড়া দেয় নি।
গাদ্দাফির মরদেহ বিন লাদেনের মতো সমুদ্রে ডুবিয়ে দেওয়ারও চিন্তাভাবনা করা হয়। কেননা এনটিসি ও তার মিত্র পশ্চিমাদের আশঙ্কা, গাদ্দাফির কবর পর্যন্ত মাজারে পরিণত হতে পারে।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১