তিউনিস:আরব বসন্ত বিপ্লব পরবর্তী তিউনিশিয়ার প্রথম সাধারণ নির্বাচনে প্রগতিশীল (মডারেট)
ইসলামপন্থী দল এন্নাহাদা বিজয়ী হয়েছে বলে দাবি করেছে। দেশটিতে রোববার ভোট গ্রহণ শুরু হয়।
আনুষ্ঠানিক ফলাফল মঙ্গলবার জানানো হবে। কিন্তু সাময়িক ফলাফলে দেখা যাচ্ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এন্নাহাদা বেশিরভাগ ভোট পাবে। নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্যবামপন্থী দল পিডিপি তাদের পরাজয় মেনে নিয়েছে।
দেশটির সংসদে মোট আসন রয়েছে ২১৭টি। তিউনিশিয়ার সাবেক প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলী দীর্ঘ ২৩ বছর ক্ষমতায় থাকার পর ব্যাপক গণজাগরণেরে মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা রোববারে অনুষ্ঠিত এই নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ বলে তার প্রশংসা করেছে। এন্নাহাদার নেতারা ইসলামী রাষ্ট্রের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, ধর্মনিরপক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার ব্যাপারে প্রতিশ্রুতি বদ্ধ।
এন্নাহাদার একজন মুখপাত্র আসরা ঘানুচি জানান, যারা গণতন্ত্র এবং বেন আলীর স্বৈরতন্ত্রের বিরোধিতা করেছে তিউনিশিয়াবাসী তাদেরকেই ভোট দিয়েছে।
ভোটের পর নতুন সরকার সংবিধানের খসড়া প্রণয়ন করার কথা রয়েছে। তিউনিশিয়ার নির্বাচন কমিশনের মহাসচিব বৌবাকের বেথাবেত জানান, তালিকা ভুক্ত ৪১ লাখ ভোটারের মধ্যে ৯০ শতাংশ লোকই তাদেও ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মোট ১০০টি দল এই নির্বাচনে অংশ নিয়েছে। গত ডিসেম্বরে মোহাম্মেদ বুয়াজিজি নামের এক বেকার তরুণ তার নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দেওয়ার পরই তিউনিশিয়ার জনগণের মধ্যে বিপ্লবের চেতনা ছড়িয়ে পড়ে।
এই বিপ্লবের ধাক্কা লাগে মিশর, সিরিয়া, লিবিয়া, বাহরাইন, সৌদি আরবসহ পুরো মধ্যপ্রাচ্যে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১