ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফিকে কবর দেওয়া হয়েছে: এনটিসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১
গাদ্দাফিকে কবর দেওয়া হয়েছে: এনটিসি

মিসরাতা:  একটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, লিবিয়ার প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি, তার ছেলে এবং সাবেক সহযোগীর মরদেহ সকালে গোপন স্থানে কবর দেওয়া হয়েছে।  

এর আগে দেশটির জাতীয় অর্বর্তী পরিষদ (এনটিসি) গাদ্দাফিকে সাদামাটাভাবে আজ মঙ্গলবার দাফন করা হবে বলে জানিয়েছিলেন এনটিসির এক কর্মকর্তা।



মরুভূমির গোপন কবরস্থানে গাদ্দাফির মরদেহ সমাহিত করার সিদ্ধান্ত নেওয়ার পর সোমবার থেকে গাদ্দাফির লাশ আর কাউকে দেখতে দেওয়া হয়নি।

এনটিসির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, গাদ্দাফিকে মঙ্গলবার খুব সাদামাটাভাবে মরুভূমির অজ্ঞাত কবরস্থানে সমাহিত করা হবে। এ জন্য তার মরদেহ মিসরাতা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্নেল গাদ্দাফি, তার ছেলে এবং সাবেক সহযোগীর মরদেহ মিসরাতার একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাজার থেকে সরিয়ে ফেলা হয়েছে।  

ইতোপূর্বে গাদ্দাফির আত্মীয়-স্বজনেরা তার লাশ সমাহিত করার সুযোগ চায়। কিন্তু এনটিসি কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি সাড়া দেয় নি।

গত বৃহস্পতিবার গাদ্দাফি তার জন্ম শহর সিরতে লিবিয়ার বিদ্রোহী যোদ্ধাদের হাতে ধরা পড়েন ও নিহত হন। পরবর্তী সময়ে গাদ্দাফির মরদেহ মিসরাতার একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাজারে রাখা হয়। সেখানে আগ্রহী মানুষজনকে গাদ্দাফির লাশ দেখার সুযোগ দেওয়া হয়। কিন্তু তার মরদেহ স্বজনদের হাতে দেওয়া হবে কিনা এ নিয়ে এনটিসি সময় ক্ষেপণ করে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।