ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কা: মাহিন্দা রাজাপাক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১
শ্রীলঙ্কা: মাহিন্দা রাজাপাক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

মেলেবোর্ন: মেলবোর্নের একটি আদালতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে জাতিগতভাবে অভিবাসী   একজন তামিল যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন।   পার্থে কমন ওয়েলথ সরকার প্রধানদের বৈঠক সামনে রেখে এই অভিযোগ আনা হলো।



পার্থে কমনওয়েলথের সাধারণ অধিবেশনে যোগ দিতে রাজাপাক্ষে মঙ্গলবার অস্ট্রেলিয়াতে পৌঁছাবেন। শ্রীলঙ্কা থেকে অস্ট্রেলিয়াতে অভিবাসী হওয়া জেগান ওয়ারান নামের একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী বিচারকের সামনে বলেন, গৃহযুদ্ধের শেষে হাসপাতাল এবং উদ্বাস্তু শিবিরে তিনি যা প্রত্যক্ষ করেছেন তা মনে করে আজও তিনি আঁতকে ওঠেন।

ওয়ারান ২০০৭ সালে তামিল হাসপাতাল, স্কুল এবং উদ্বাস্তু শিবিরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।   ওয়ারান অভিযোগ করেন, শ্রীলঙ্কার সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে হাসপাতালএবং উদ্বাস্তু শিবিরের মতো বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

এবিসি রেডিও ওয়ারানের উদ্ধৃতি দিয়ে জানায়, আজও যারা বেঁচে আছেন, তারা ভাগ্যক্রমে মৃত্যুকে ফাঁকি দিয়ে বেঁচে আছেন। ওয়ারান জাতিগতভাবে তামিল এবং তামিল টাইগার গেরিলাদের প্রতি সহানুভূতিশীল।

তামিল টাইগার গেরিলারা দীর্ঘদিন যাবৎ একটি পৃথক তামিল রাষ্ট্র গঠনের জন্য লড়াই করে আসছিলেন। ২০০৯ সালে শ্রীলঙ্কার সেনাবাহিনীর কাছে পরাজয় বরণ করে লিবারেশন অব তামিল টাইগারস এলম (এলটিটিই)।

ওয়ারান বলেন, ‘যেসব রোগী হাসপাতালে ছিলেন এবং যারা চিকিৎসা ওেয়ার জন্য অপেক্ষা করছিলেন তারা সবাই নিহত হন। ওষুধ রাখার জন্য যে গুদাম ছিল তাও ধবংস করে দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সও ধবংস করে দেওয়া হয়েছে। আমি নিজে এটা দেখেছি। ’

ওয়ারান এখন একজন অস্ট্রেলিয় নাগরিক। ওয়ারান বলেন, ২০০৮ সালে ক্রিসমাস ডেতে আর একটি হাসপাতালে শ্রীলঙ্কার বিমানবাহিনী হামলা চালানোর আগে সেখানে সেখানে ড্রোন হামলা চালানো হয়।

শ্রীলঙ্কা সরকার অবশ্য এইসব অভিযোগ নাকচ করে দিয়েছে। শ্রীলঙ্কার সেনাবাহিনীর বিরুদ্ধে বেসামরিক লোকজনের ওপর হামলা চালানোর অভিযাগ নতুন নয় । কিন্তু এই অভিযোগে মামলা দায়েরের ঘটনা এই প্রথম।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।