সির্ত: লিবিয়ার সির্ত শহরে সোমবার বিকেলে একটি তেলের ট্যাংক বিম্ফোরণে ৫০জনেরও বেশি লোক নিহত হয়েছে। স্থানীয় অধিবাসী এবং কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দেশটির ক্ষমতাসীন জাতীয় অর্šÍবর্তী পরিষদের (এনটিসি) কমান্ডার লিথ মোহাম্মেদ জানান, সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। মোহাম্মেদের উদ্ধৃতি দিয়ে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায়, প্রচন্ড শব্দে একটি বিস্ফোরণের পর আগুন লেগে য়ায়। তিনি আরও বলেন ঘটনাস্থলে কয়েকডজন মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
লোকজন তাদের গাড়িতে তেল নেওয়ার জন্য অপেক্ষা করার সময় এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ট্যাংক থেকে অনবরত আগুনের কালো ধোয়া বের হওয়ায় স্থানীয়রা স্ট্রেচারে করে হতাহতদের নিয়ে যাচ্ছে। এই দুর্ঘটনায় আসলে কতজন হতাহত হয়েছে তার সঠিক সংখ্যা এখনও অস্পষ্ট।
একজন এনটিসি কর্মকর্তার বরাত দিয়ে সিরিয়া ভিত্তিক একটি টেলিভিশন চ্যানেল জানায়, একশোরও বেশি লোক নিহত হয়েছে। এনটিসরি একজন মুখপাত্র জানান, মঙ্গলবার বিকেলে একজন মন্ত্রƒী এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায়, আগুনে পুড়ে যাওয়া কমপক্ষে ১১জনকে সোমবার শহরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের একজন গবেষক তিরানা হাসান জানান, সেবিকারা জানিয়েছেন যে তারা তেলের ডিপো বিস্ফোরণে তারা আহত হয়েছেন।
সির্ত লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কর্নেল মুয়াম্মার গাদ্দাফির জন্ম শহর। শহরটি এখন যুদ্ধের ক্ষত বয়ে বেড়াচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১