ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় হাসপাতালগুলোতে নির্যাতন চালানো হচ্ছে-অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১
সিরিয়ায় হাসপাতালগুলোতে নির্যাতন চালানো হচ্ছে-অ্যামনেস্টি

নিউইয়র্ক: সিরিয়ায় সরকারি হাসপাতালগুলোতে বিক্ষোভ দমনের অংশ হিসেবে রোগীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই অভিযোগ করেছে।



৩৯ পাতার ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে,কমপক্ষে চারটি সরকারি হাসপাতালের রোগীসহ চিকিৎসা কর্মকর্তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।   প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসা নেওয়ার জন্য অনেক অসুস্থ লোকজনই হাসপাতালগুলোকে নিরাপদ মনে না করায় তারা সেখানে যাচ্ছে না। সিরিয়া কর্তৃপক্ষ অবশ্য বিরোধীদের ওপর এই নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছে। সরকার বিরোধী বিক্ষোভকারীরা মধ্য মার্চ থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিক্ষোভ করে আসছে।

 জাতিসংঘ জানিয়েছে, সাত মাস ধরে চলা গণতন্ত্র বিরোধী বিক্ষোভে তিন হাজারের বেশি লোক নিহত হয়েছে।

 সিরিয়া কর্তৃপক্ষ এই হত্যার দায় সন্ত্রাসী এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর চাপিয়েছে।

সিরিয়াতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সংবাদকর্র্মীদের প্রবেশের ওপর বিধি নিষেধ থাকায় এই খবরের সত্যতা যাচাই করা কঠিন।

অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক গবেষক সিলিনা নাসের জানান, সিরিয়ার কর্তৃপক্ষ সেনাবাহিনীকে হাসপাতালগুলোতে লেলিয়ে দিয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, অনেক ক্ষেত্রেই হাসপাতালের কর্মচারীরা রোগীদের ওপর নির্যাতন করে থাকে এবং তারা রোগীদের যথাযথ চিকিৎসা দেয় না।

প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাসে সরকার বিরোধী একজন অভিযুক্ত কমান্ডারকে ধরতে হোমস শহরের একটি হাসপাতালে অভিযান চালায় সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।