ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে তেলের ট্যাংক বিস্ফোরণে ৫০ জন নিহত হওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১
আফগানিস্তানে তেলের ট্যাংক বিস্ফোরণে ৫০ জন নিহত হওয়ার আশঙ্কা

কাবুল: আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি জ্বালানি তেলের ট্যাংকে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫৯ জন আহত অথবা নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।



একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা পারওয়ান প্রদেশের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, একটি ছোট বিস্ফোরণের ফলে তেলে ট্যাংকে একটি গর্ত তৈরি হয়। ওই কর্মকর্তা জানান, লোকজন তাদের গাড়িতে তেল নেওয়ার জন্য যখন অপেক্ষা করছিলেন তখনই এই বিস্ফোরণ ঘটে।  

 কোন গ্রুপ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। আর একটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, তিনজন  ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং দুজনকে পরে হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা,অক্টোবর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।