ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে ফের আত্মঘাতী হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জুন ৪, ২০১৮
কাবুলে ফের আত্মঘাতী হামলা, নিহত ১২ ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, সোমবার (০৪ জুন) পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের কাছে মুসলিম নেতা ও ধর্মীয় অনুরাগীদের সম্মেলনকে লক্ষ্য করে এ বোমা হামলা হয়।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, এ হামলায় আরও ১২ জন আহত হয়েছেন।

এছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও বলেন, হামলাকারীরা বিশ্ববিদ্যালয় গেটের খুব কাছেই অবস্থান করছিলেন।

এদিকে, আত্মঘাতী বোমা হামলাকে ইসলামবিরোধী কাজ হিসেবে ঘোষণা দিয়েছেন সম্মেলনের ধর্মীয় নেতারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, প্রায় ২০০০ জন ধর্মীয় নেতা-পণ্ডিত আত্মঘাতী বোমা হামলার বিরুদ্ধে ফতোয়া জারি করতে সেখানে অবস্থান করছিলেন। পরে তাদের কর্মসূচি শেষ করে ফেরার সময় আবার বোমা হামলা চালানো হয়।

গত সপ্তাহে কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে পরিচয়পত্র বিতরণের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫৭ জন নিহত হন। এছাড়াও সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।