ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরের প্রধানমন্ত্রী ইসমাইল শরিফের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জুন ৬, ২০১৮
মিশরের প্রধানমন্ত্রী ইসমাইল শরিফের পদত্যাগ ইসমাইল শরিফ

মিশরের প্রধানমন্ত্রী ইসমাইল শরিফ তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট এল সিসির কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেছেন শরিফ। তার পদত্যাগের বিষয়টি বুধবার (৬ জুন) রাষ্ট্রপতির কার্যালয় থেকে নিশ্চিত করা হয়। 

এদিকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ করেছেন আবদেল ফাত্তাহ এল সিসি।

মিশরের রাজনৈতিক প্রথা অনুযায়ী, প্রেসিডেন্টের নতুন মেয়াদ শুরু হলে দেশটির সরকারকে ইস্তফা দিতে হয়।

সেই প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রী ইসমাইল শরিফ তার পদ থেকে ইস্তফা দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, এই সুযোগে প্রেসিডেন্ট সিসি মন্ত্রীসভাকে ঢেলে সাজানোর সুযোগ পাবেন।

৬২ বছর বয়সী ইসমাইল ২০১৫ সাল থেকে মিশরের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০১৩-২০১৫ মেয়াদে দেশটির পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, সিসি এবং শরিফের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। প্রেসিডেন্ট সিসি এর আগে বেশ কয়েকবার ইসমাইল শরিফের প্রশংসাও করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ০৬, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।