ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে গুলিতে নিহত ৫ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুন ১১, ২০১৮
থাইল্যান্ডে গুলিতে নিহত ৫ 

ঢাকা: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গুলিবিদ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, দেশটির দক্ষিণাঞ্চলে প্রায় এক দশকেরও  বেশি সময় ধরে বিদ্রোহ চলছে।

রোববার (১১ জুন) দিনগত রাতে এ ঘটনা ঘটনা ঘটে। নিহতদের সবাই পুরুষ।

তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩৯ বছরের মধ্যে।

পুলিশ জানায়, নিহতদের একজনের বাড়িতে আলাপচারিতার সময় দুর্বৃত্তরা বাড়িটিতে হামলা চালায়। এ সময় গুলিতে পাঁচজনের মৃত্যু হয়।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, নিহতদের শরীরে ও মাথায় বেশ কিছু গুলির চিহ্ন রয়েছে। এছাড়া ঘটনাস্থলে শর্টগানের গুলি এবং বুলেটের খাপ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা বলেন, ঘটনার তদন্ত চলছে।  
উল্লেখ্য, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে পাট্টানি, ইয়ালা এবং নারাতহিওয়াতে বিচ্ছিন্নবাদীদের দখলে রয়েছে। এর আগে দেশটির সরকার বিদ্রোহী দলগুলোর সঙ্গে শান্তি আলোচনা করে। তবে এ ঘটনায় এখনও কোনো বিদ্রোহী গ্রুপ দায় স্বীকার করেনি।

গত সপ্তাহে পাত্তানি ইসলামিক কমিটির ডেপুটি চেয়ারম্যান আবদুলেজ চিনায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ১১, ২০১৮
এএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।