ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় টাগবোট ও রিভার-ক্রুজের সংঘর্ষে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জুন ১২, ২০১৮
রাশিয়ায় টাগবোট ও রিভার-ক্রুজের সংঘর্ষে নিহত ১০ টাগবোট ও একটি রিভার-ক্রুজের সংঘর্ষের পর চলছে উদ্ধারকাজ। ছবি: সংগৃহীত

রাশিয়ার ভলগোগ্রাদে একটি টাগবোট ও একটি রিভার-ক্রুজের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। সোমবার (১১ জুন) ভোলগা নদীতে এ ঘটনা ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ। এই শহরে ফুটবল বিশ্বকাপের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাশিয়ার ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনার কথা জানতে পারেন। তারা জানায়, নদীর তীর থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নৌকাটিতে ১৬ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারীরা ৫ জন যাত্রীকে উদ্ধার করেছে। এদেরমধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনের খোঁজে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

এই বিশ্বকাপে ভলগোগ্রাদ শহরে ইংল্যান্ড, তিউনিসিয়া, নাইজেরিয়া, আইসল্যান্ড, সৌদি আরব, মিশর, জাপান ও পোল্যান্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ১২, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।