প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ফর মেসিডোনিয়ান ন্যাশনাল ইউনিটি (ভিএমআরও-ডিপিএমএনই) আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন। ‘আমরা নাম পরিবর্তন চাই না’ ব্যানার প্রদর্শন করেন প্রতিবাদকারীরা।
এ সময় মেসিডোনিয়ার পতাকা উড়িয়ে গ্রিসের সঙ্গে নাম পরিবর্তন চুক্তি বাতিলের দাবিও জানান তারা।
এর আগে গত সপ্তাহে মেসিডোনিয়ার নাম পরিবর্তন চুক্তিতে সই করেন গ্রিস ও মেসিডোনিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রী। চুক্তিতে সাবেক যুগোশ্লাভিয়া প্রজাতন্ত্র থেকে মেসিডোনিয়ার নতুন নাম হয় ‘উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র’।
গ্রিসের উত্তরের দেশ মেসিডোনিয়া, যা সাবেক যুগোশ্লাভিয়া নামে পরিচিত। দেশটির বিপক্ষে ‘মেসিডোনিয়া’ নাম ব্যবহারের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। গ্রিসের একটি প্রদেশের নামও ‘মেসিডোনিয়া’।
১৯৯১ সাল থেকে গ্রিস ও মেসিডোনিয়ার মধ্যে নাম নিয়ে বিতর্ক চলছে।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এএইচ/এমএ