ফাইল ছবি
রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশকে ৪৮ কোটি ডলার (৪ হাজার ৫৬ কোটি টাকা) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক। বৃহস্পতিবার (২৮ জুন) বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পানি, পয়ঃনিষ্কাশন ও সামাজিক সুরক্ষাজনিত চাহিদা মেটাতে এ সহায়তা দেওয়া হবে।
রোহিঙ্গাদের জন্য বিশ্ব ব্যাংকের দেওয়া অনুদানের মধ্যে ৫ কোটি ডলার ব্যয় করা হবে স্বাস্থ্য সহায়তা প্রকল্পে।
স্বাস্থ্য খাতে বরাদ্দ এ অনুদান দেওয়া হচ্ছে কানাডা ও বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা (আইডিএ) শাখার যৌথ উদ্যোগে। এর মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাতৃত্বকালীন, নবজাতক-শিশু-কিশোরদের স্বাস্থ্যসেবা, প্রজননজনিত স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবার পরিকল্পনায় সহায়তা দেওয়া হবে।
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এক বিবৃতিতে বলেন, রোহিঙ্গাদের দুর্ভোগ দেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সহায়তা দিতে আমরা প্রস্তুত।
ঘটনার শুরু গত বছরের আগস্টে। রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের ওপর সহিংসতা শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। খুন ও নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৭ লাখ রোহিঙ্গা।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
আরআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।