ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিচারের সম্মুখীন নাজিব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
বিচারের সম্মুখীন নাজিব আদালতে নেওয়া হচ্ছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে গ্রেফতার মালয়েশিয়ার সাবেক প্রধান মন্ত্রী নাজিব রাজাককে আদালতে হাজির করা হয়েছে। বুধবার (৪ জুলাই) সকালে কুয়ালালামপুরের একটি আদালতে হাজির করে তার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন দেশটির দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) কর্মকর্তারা। অভিযোগ উপস্থাপনের পর তার জামিন মঞ্জুর করেন আদালত।
 

এর আগে মঙ্গলবার (৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে লংগাক দুতার বাসভবন থেকে নাজিবকে গ্রেফতার করে এমএসিসি। রাষ্ট্রীয় ইনভেস্টমেন্ট ফান্ড থেকে কয়েক বিলিয়ন ডলার স্থানান্তরের অভিযোগ তদন্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।

দুই মাস আগে নির্বাচনে হেরে যাওয়া নাজিবের বিরুদ্ধে তিনটি আইন লঙ্ঘন ও একটি দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন নাজিব।

নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই দুর্নীতির অভিযোগে নাজিব তুন রাজাকের বিরুদ্ধে তদন্ত শুরু করে মালয়েশিয়ার দুদক। তদন্তের স্বার্থে নাজিবের বাড়িতে তল্লাশি চালানো হয়। একই অভিযোগে নাজিবের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।